প্রকাশিত: ১৫/০৭/২০২০ ১:৫৯ পিএম

করোনা পরিস্থিতিতে ১৬০ দেশের নির্বাচিত ১০ হাজার হাজি হজ পালনের সুযোগ পেয়েছে। শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারী বিভিন্ন দেশের অধিবাসী ও স্থানীয় নাগরিকদের নির্বাচিতরা এ সুযোগ পেয়েছেন। সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্বের ঘোষণা মতে, এবারের মোট হজযাত্রীর ৭০ শতাংশ থাকবেন সৌদি আরবে অবস্থারত বিভিন্ন দেশের প্রবাসীরা। অনলাইনে আবেদন করে এবারের হজে ১৬০ দেশের নাগরিকরা হজের অনুমতি পেয়েছেন।
এবারের হজ হবে সম্পূর্ণ ভিন্ন। হাজিরা মিনায় তাঁবুতে থাকবেন না। কাবা শরিফ স্পর্শ ও হাজরে আসওয়াদে চুমু দেওয়া যাবে না। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাওয়াফ ও সায়ি করতে হবে। নামাজের জামাতেও দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। সর্বাবস্থায় হজযাত্রীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। হাজি ছাড়া অন্য কেউ হজের স্থানগুলোতে প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।

উল্লেখ্য, আগামী ১৯ জুলাই (২৮ জিলকদ) থেকে ২ আগস্ট (১২ জিলহজ) পর্যন্ত নির্বাচিত হাজি ছাড়া অন্য কেউ মিনা, মুজদালিফা ও আরাফায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: আশ শারক আল আওসাত

পাঠকের মতামত

মিয়ানমারে জান্তাবিরোধী সশস্ত্র যুদ্ধ থেকে পিছু হটল প্রভাবশালী গোষ্ঠী

মিয়ানমারের জান্তাবিরোধী যুদ্ধে সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ)। গত কয়েক ...

মিয়ানমার সামরিক বাহিনীর নির্বাচন পরিকল্পনায় ভারতের সমর্থন

ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মিয়ানমারের সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ভারত, মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সোমবার ...