এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৮:১৬ এএম , আপডেট: ১১/০৯/২০২৫ ৮:১৯ এএম

সময় কী দ্রুত চলে যায়! মনে হয় যেন সেদিনই—২০১১ সালের ১১ সেপ্টেম্বর। কক্সবাজারের উখিয়া উপজেলার এক শান্ত বিকেলে যাত্রা শুরু করেছিল একটি ছোট্ট স্বপ্ন। সেই স্বপ্নের নাম উখিয়া নিউজ ডটকম। তখন ভাবিনি, এই স্বপ্ন একদিন ১৫ বছরের দোরগোড়ায় পৌঁছে যাবে।
শুরুটা ছিল অনেক চ্যালেঞ্জের। হাতে গোনা কয়েকজন সংবাদকর্মী, সীমিত সরঞ্জাম, কিন্তু সীমাহীন উৎসাহ আর দায়িত্ববোধ। উদ্দেশ্য ছিল একটাই—সাধারণ মানুষের কথা বলা, অবহেলিতদের কণ্ঠস্বর তুলে ধরা, নিরপেক্ষভাবে সত্য প্রকাশ করা।

ঝড়-ঝাপটা পেরিয়ে আগামীর পথে

গত ১৪ বছরে কত কিছুই না ঘটেছে! রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, করোনার মহামারি—সবকিছুর মাঝেই উখিয়া নিউজ তার যাত্রা অব্যাহত রেখেছে।
করোনার দিনগুলো ছিল আমাদের জন্য এক কঠিন পরীক্ষা। সবার চলাফেরা সীমিত, অনেকেই ঘরে বন্দি; অথচ আমাদের সংবাদকর্মীরা ঝুঁকি নিয়েও মাঠে ছুটে গেছেন। শুধু একটা বিশ্বাস নিয়ে—“মানুষের কাছে সত্যটা পৌঁছাতেই হবে।”

পাঠকের ভালোবাসা আমাদের মূল শক্তি
আজ উখিয়া নিউজ ডটকম শুধু উখিয়া নয়, কক্সবাজার, চট্টগ্রাম কিংবা দেশের নানা প্রান্তে পাঠকের আস্থা অর্জন করেছে। ফেসবুকে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ আমাদের সঙ্গে আছেন—এ যেন এক বিশাল পরিবার।

 

সম্পাদক ওবাইদুল হক চৌধুরীর চোখে এই যাত্রা শুধু একটি গণমাধ্যমের গল্প নয়, বরং সন্তানের মতো বেড়ে ওঠা একটি প্রিয় প্রতিষ্ঠানের কাহিনি। তিনি প্রায়ই বলেন
“উখিয়া নিউজ ডটকম আমার কাছে কেবল একটি ওয়েবসাইট নয়, এটি একটি পরিবার। যারা শুরু থেকে নিঃস্বার্থভাবে শ্রম দিয়েছেন, তারাই এই সন্তানের প্রকৃত অভিভাবক।”

নির্বাহী সম্পাদক সরওয়ার আলম শাহীনও একইভাবে স্মৃতিচারণ করেন— “১৪ বছর খুব বড় সময় নয়, তবে এটি দায়িত্ববোধের দীর্ঘ পথচলা। প্রকৃত সাংবাদিকতা মানে সত্য যাচাই ছাড়া কিছুই প্রকাশ নয়—এই নীতিই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে।”

১৫ বছরে নতুন প্রত্যয়

আজ ১১ সেপ্টেম্বর ২০২৫। উখিয়া নিউজ ডটকম ১৫তম বছরে পদার্পণ করেছে। এ পথচলার প্রতিটি মুহূর্তে রয়েছে আনন্দ, সংগ্রাম, পরিশ্রম, ভালোবাসা আর আত্মত্যাগের গল্প।

আমরা বিশ্বাস করি, সামনে আরও অনেক পথ বাকি। আরও অনেক মানুষ যুক্ত হবেন এই যাত্রায়। তবে ভুলব না সেই প্রথম দিনের স্বপ্নবাজ দলকে, যারা সীমাহীন ভালোবাসা আর আত্মনিবেদন দিয়ে গড়ে তুলেছিলেন উখিয়া নিউজ ডটকম নামের এই প্রতিষ্ঠান।
শুভ জন্মদিন উখিয়া নিউজ ডটকম।
তুমি বেঁচে থাকো পাঠকের হৃদয়ে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে—আজীবন।

পাঠকের মতামত

উখিয়ার সাংবাদিক আমিন হত্যা: ১০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা

উখিয়ার সংবাদকর্মী মোহাম্মদ আমিন উল্লাহ (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ফৌজদারি ...

কক্সবাজারে বাঁকখালী নদীর কাশফুল বাগান রক্ষায় কক্সিয়ান এক্সপ্রেসের আহ্বান

কক্সবাজারের বাঁকখালী নদীর পাড়ে উচ্ছেদ অভিযানের পর প্রকাশ্যে এসেছে মনোমুগ্ধকর কাশফুল বাগান। প্রতিদিন শত শত ...

উখিয়া নিউজ ডটকমের ১৫ বছর পূর্তি: সমস্যা ও সম্ভাবনার দ্বারপ্রান্তে উখিয়া

১৫ বছরের পথচলায় উখিয়া নিউজ ডটকমের যাত্রা একদিকে যেমন স্থানীয় সাংবাদিকতার বিকাশ ঘটিয়েছে, তেমনি উখিয়ার ...

উখিয়ায় পাঠাও কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে পণ্য আত্মসাতের অভিযোগ

উখিয়ায় পাঠাও কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে গ্রাহকদের নিত্যপ্রয়োজনীয় পণ্য আত্মসাধনের অভিযোগ উঠেছে। দেশের অন্যতম জনপ্রিয় কুরিয়ার ...