সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৮:০৭ এএম

কক্সবাজারের উখিয়ায় ৭৫ বছর বয়সী আবদুর রহমান নামের এক মুরুব্বিকে মাদকসহ আটক করেছে বিজিবি। তবে পরিবারের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।

জানা যায়, উখিয়া সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার প্রয়াত মুজাহার সওদা গরের ছেলে আব্দুল মান্নান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার কাজে সহযোগিতার জন্য আবদুর রহমানকে সাথে নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। পথে গাড়িতে ওঠার সময় মান্নান মুরুব্বির জন্য পান ও ওষুধ রাখা একটি কালো শপিং ব্যাগ নিজের হাতে রাখেন।

ইমামের ডেইল চেকপোস্টের আগে মোবাইলে কথা বলার অজুহাতে মান্নান শপিং ব্যাগটি মুরুব্বির হাতে ধরিয়ে দেন। পরে বিজিবি তল্লাশির সময় ওই ব্যাগের ভেতর থেকে মাদক উদ্ধার করে। শপিং ব্যাগের মালিকানা আবদুর রহমানের নামে হওয়ায় তাকে আটক করা হয়।

আবদুর রহমানের পরিবারের দাবি, মান্নানের মাদক সংশ্লিষ্টতার ফাঁদে পড়ে প্রবীণ আবদুর রহমান এই বিপদের মুখোমুখি হয়েছেন। মান্নানের পরিকল্পনা আগে বুঝতে পারলে এ ঘটনা ঘটত না।

পরিবার জানায়, দুই মাস আগে আবদুর রহমানের স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন রোগে আক্রান্ত এই বৃদ্ধ শারীরিকভাবেও ভীষণ কষ্টে দিন কাটাচ্ছিলেন। এলাকার সর্বজন শ্রদ্ধাশীল শিক্ষিত এই ব্যক্তির এমন ঘটনায় হতাশা নেমে এসেছে এলাকায়।

পাঠকের মতামত

হাটহাজারীতে ১৪৪ ধারা জারি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের র‌্যালি হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে ফটিকছড়ি যাওয়ার পথে মাদ্রাসার ...