উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৭:৫৪ এএম

আজ উখিয়া নিউজ ডটকমের ১৫ বছর পূর্তি। এই বিশেষ দিনে সবার আগে আমি আমাদের প্রিয় পাঠকদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর অবিরাম অনুপ্রেরণাই আমাদের পথচলার আসল শক্তি।

২০১১ সালে যখন আমরা উখিয়া নিউজ ডটকমের যাত্রা শুরু করি, তখন অনলাইন সাংবাদিকতা ছিল একেবারেই নতুন। কাগজের পত্রিকার যুগে অনেকেই আমাদের নিয়ে ব্যঙ্গ করেছিলেন। কেউ কেউ ভাবতেন,উখিয়ায় আবার অনলাইন নিউজ পোর্টাল হয় নাকি! কিন্তু সেইসব সন্দেহ আর কৌতুক পেরিয়ে আমরা সময়ের সাথে প্রমাণ করেছি,উখিয়া নিউজ ডটকম সময়োপযোগী এবং প্রয়োজনীয় একটি উদ্যোগ।

আমি ও সম্পাদক ওবায়দুল হক আবু মিলে শুরু থেকেই এই স্বপ্নটাকে লালন করেছি। আমাদের ভাবনা, অভিজ্ঞতা আর প্রচেষ্টা ভিন্ন হলেও লক্ষ্য ছিল একটাই,উখিয়াকে বিশ্বদরবারে তুলে ধরা। প্রথমদিকে সাড়া কম পেলেও ধীরে ধীরে উখিয়া নিউজ পাঠকের আস্থা অর্জন করেছে।

বিশেষ করে রোহিঙ্গা আগমনের পর থেকে উখিয়া নিউজ ডটকম এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। রোহিঙ্গা ইস্যুকেন্দ্রিক সংবাদের কারণে দেশ-বিদেশের গণমাধ্যম, গবেষক ও নীতিনির্ধারকদের কাছেও উখিয়া নিউজ পরিচিত হয়ে ওঠে। এক অর্থে বলা যায়,রোহিঙ্গা সংকটের খবর সবার আগে পৌঁছে দেওয়ার জন্যই উখিয়া নিউজকে আলাদাভাবে চেনে বিশ্ব।

শুরু থেকেই নির্বাহী সম্পাদক হিসেবে এই দীর্ঘ যাত্রার সঙ্গী হতে পেরে আমি গর্বিত। সাংবাদিকতার চ্যালেঞ্জ, প্রতিকূলতা, নানা বাধা-বিপত্তি সত্ত্বেও আমরা থেমে যাইনি। আজ উখিয়া নিউজ শুধু একটি নিউজ পোর্টাল নয়, এটি উখিয়া-টেকনাফের মানুষের কণ্ঠস্বর, আস্থার প্রতীক।

এই ১৫ বছরের যাত্রা আমাদের জন্য যেমন অভিজ্ঞতার, তেমনি প্রাপ্তিরও। তবে সবচেয়ে বড় প্রাপ্তি হলো পাঠকের আস্থা। প্রতিদিন সকালে যখন দেখি অসংখ্য মানুষ দিনের শুরুটা করে উখিয়া নিউজ দেখে, তখন মনে হয়, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।

ভবিষ্যতেও উখিয়া নিউজ ডটকম সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতায় অটল থাকবে—এ প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে সবসময়।

সরওয়ার আলম শাহীন
নির্বাহী সম্পাদক
উখিয়া নিউজ ডটকম

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...