আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ৭:০৮ এএম

ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মিয়ানমারের সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ভারতমিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সোমবার এ খবর জানিয়েছে। খবর বিডিনিউজের।

রয়টার্স লিখেছেনয়া দিল্লি এমন এক ভোটের প্রতি সমর্থনের ইঙ্গিত দিচ্ছে যাকে সমালোচকরা ইতোমধ্যে নির্বাচনের ভান বলে উপহাস করেছেন। রোববার চীনের বন্দর শহর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিওশীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং। সম্মেলন জেনারেল হ্লাইংকে আন্তর্জাতিক নেতাদের সান্নিধ্যে আসার বিরল সুযোগ করে দিয়েছে। ২০২১ সালে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করায় নেতৃত্ব দেওয়ার পর থেকে তাকে এড়িয়ে চলছিলেন বিদেশি নেতারা।

রাষ্ট্রায়ত্ত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছেবৈঠকে তারা উভয় দেশের সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার পদক্ষেপ এবং বাণিজ্যবন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন। মিয়ানমারের সামরিক বাহিনী নোবেল পুরস্কার জয়ী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে সাড়ে চার বছর আগে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ক্ষমতাচ্যুত করেছিল। তার কিছুদিন পর থেকে মিয়ানমারজুড়ে একটি ধ্বংসাত্মক গৃহযুদ্ধ শুরু হয়।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...