ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১১/২০২২ ৯:৪৮ এএম , আপডেট: ২৩/১১/২০২২ ১০:০০ এএম

ভাসানচরে অবস্থিত রোহিঙ্গাদের জন্য ৩৭ লাখ ডলার সহায়তা দেবে জাপান। জাতিসংঘের ইউএনএফপিএর মাধ্যমে এ অর্থ রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, নারী ও কন্যাশিশুদের লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে সুরক্ষা এবং তরুণদের ক্ষমতায়নে খরচ করা হবে।

ঢাকার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, মঙ্গলবার জাপান ও ইউএনএফপিএ এ সংক্রান্ত একটি চুক্তি সই করে। ২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিওর মাধ্যমে ১৭ কোটি ৫০ লাখ ডলার রোহিঙ্গা সহায়তায় অনুদান দিয়েছে জাপান।

ঢাকার জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, রোহিঙ্গা সংকট ছয় বছরে পা দিয়েছে। তাদের উন্নত ও সম্মানজনক জীবনের জন্য তহবিল দেওয়া অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনে সব প্রচেষ্টা চালাচ্ছে জাপান। এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধান অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য সহায়ক হবে। রোহিঙ্গা সংকটে জাপান বাংলাদেশের পাশে থাকবে।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...