
বিয়ের সাজে বরের অপেক্ষা করছিলেন এক তরুণী। বরযাত্রীর আসতে দেরি হচ্ছিল। ফুরসত মিলতেই গাড়ি ডাকলেন কনে। প্রেমিককে নির্দিষ্ট স্থানে দাড়াতে বলে সোজা চলে আসলেন। বিয়ের সাজেই প্রেমিকের কাছ থেকে নিলেন শেষ বিদায়। প্রেমবিচ্ছেদের এই পুরো ঘটনার চিত্র দেখা গেছে একটি ভিডিওতে।
‘রিয়্যালিস্টিকট্রোল্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের প্রকাশ করা হয় ভিডিওটি। সেখানে দাবি করা হয়, ভিডিওতে দেখানো কনে দুই ঘণ্টার জন্য শেষবারের মতো বরের সঙ্গে দেখা করতে গেছেন। রাস্তার মাঝে কান্নাকাটি করেছেন, জড়িয়ে ধরে আদুরে চুমুও দিয়েছেন।
ভিডিওতে দেখা গেছে, কনের সাজে গাড়ির পিছনের সিটে গম্ভীর মুখে বসে রয়েছেন এক তরুণী। গাড়িটি থামতেই তিনি পরনের ঘাগরা সামলে গাড়ি থেকে নেমে ছুটে গেলেন এক তরুণের দিকে। তরুণকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। মাথায় হাত বুলিয়ে তরুণীকে শান্ত করার চেষ্টা করলেন তরুণ। তার পর তরুণীকে বুকে জড়িয়ে মাথায় চুমু এঁকে দিলেন। কাঁদতে কাঁদতে তরুণকে বিদায় জানিয়ে আবার গাড়িতে উঠে পড়লেন তরুণী। গাড়িতে উঠেও কান্না থামল না তার।
তবে এটি কি শুধুই একটি ভিডিও নাকি কোনো সত্য ঘটনা তা খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি ঠিক কোথায় ও কবে হয়েছে, তাও নিশ্চিত নয়।
তবে, সেই তরুণ যে পাত্রীর প্রেমিক তা ভিডিও থেকে জানা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রীয়া আসছে। কেউ কেউ তরুণীকে বিশ্বাসঘাতক বলেও কটাক্ষ করছে। কেউ আবার ওই তরুণীর স্বামীর জন্য আফসোস করেছেন।
সুত্র: দৈনিক যুগান্তর

পাঠকের মতামত