
কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ছেপটখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার সত্যতা পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকার বাসিন্দা নুরুল আবছার (৩৫)কে এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, ‘উখিয়ায় পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। এ ধরনের কার্যক্রম পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘উখিয়া উপজেলায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে, যা এলাকার পরিবেশ ও কৃষিজমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত