কক্সবাজার সীমান্তে মাদকের অন্ধকার সাম্রাজ্য
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব প্রান্তে কক্সবাজার—যেখানে সোনালি সৈকতের সৌন্দর্য দেশি-বিদেশি পর্যটকের চোখে স্বপ্ন বুনে দেয়, সেই একই ...
উখিয়া নিউজ ডটকম::
আজ বৃহস্পতিবার ১৯ মে টেকনাফে দিনভর বিদ্যুৎ নেই। কেন নেই এনিয়ে বিদ্যুৎকর্মীরাও কোন সুরাহা করতে বা সদুত্তর দিতে পারছেননা। রাতে টেকনাফের ডিজিএম বলাই মিত্র বলেন .উখিয়া ও টেকনাফ দুই উপজেলায় সকাল থেকে বিদ্যুৎ চালু করা সম্ভব হচ্ছেনা। বিদ্যুতের তার ছিড়েনি, গাছ উপড়ে পড়েনি, কোথাও খুটি পড়ে যায়নি। তা সত্বেও শত চেষ্টা করেও লাইন চালু হচ্ছেনা। বিদ্যুৎকর্মীরা কাজ করে যাচ্ছে।
পাঠকের মতামত