উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৯/২০২২ ৭:০৭ পিএম

প্রধানমন্ত্রীকে কটুক্তির মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামার ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান ইউনুচ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) কক্সবাজার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার বিশ্বাস ওই আদেশ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, ১৬ জুলাই মগনামা ইউপি কার্যালয়ের নিচতলায় ইউনয়ন মহিলা দলের সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন। এরপর ১৯ জুলাই এ ঘটনায় চেয়ারম্যান ইউনুছ সহ পাঁচজনকে আসামী করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এবিষয়ে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফখরুল ইসলাম গুন্দু বলেন, প্রধানমন্ত্রীকে কটুক্তির মামলায় আসামী ইউনুছ চৌধুরী গত ২৭ জুলাই উচ্চ আদালত থেকে সাত সপ্তাহের অস্থায়ী জামিন নেন। এ জামিনের সময় শেষ হলে সোমবার কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবার জামিন আবেদন করেন চেয়ারম্যান ইউনুচ। আদালত চেয়ারম্যান ইউনুচের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

পাঠকের মতামত

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ‘জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি’র ...