ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০১/২০২৫ ৬:৪২ পিএম

পটুয়াখালীতে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিস চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। গতকাল শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের নিরাপত্তার জন্য নির্মিত পুলিশ নিয়ন্ত্রণকক্ষে গতকাল রাতে ৭০ জন ব্যক্তি জিনিসপত্র খোয়ানোর অভিযোগ করেন। এ ছাড়া মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আজ রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত থানায় অন্তত ৬২টি সাধারণ ডায়েরি (জিডি) ও একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

মাহফিলে উপস্থিত থাকা মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রাতে শহীদ মিনার প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। মাহফিলে লাখো মানুষের সমাগম ঘটে। বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত চলে মাহফিল। শেষ সময়ে স্বর্ণালংকার, মুঠোফোন ও মূল্যবান জিনিস চুরির হিড়িক পড়ে। চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন চার যুবক। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।

মাহফিলের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল প্রথম আলোকে বলেন, শনিবার রাতে মাহফিলে আসা অনেক মানুষ প্রয়োজনীয় জিনিস হারানোর ঘটনায় পুলিশ নিয়ন্ত্রণকক্ষে অভিযোগ করেন। তাঁদের নামের তালিকা থানায় জমা দেওয়া হয়েছে।

সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শিহাব জানান, পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ৭০ জন মালামাল খোয়ানোর অভিযোগ করেন। এ ছাড়া আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৬২টি জিডি ও একটি লিখিত অভিযোগ জমা পড়েছে।

এদিকে মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীর বিভিন্ন এলাকায়ও চুরির খবর পাওয়া যাচ্ছে। চুরির ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষতিগ্রস্ত কেউ কেউ তীব্র প্রতিক্রিয়া জানান।

পটুয়াখালী শহরের হেতায়িলা বাঁধঘাট এলাকার মো. মামুন কাজী (২৫) থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গতকাল বসতঘরে তালা দিয়ে পরিবার নিয়ে তিনি মাহফিলে আসেন। মাহফিল শেষে বাসায় ফিরে দেখেন, বসতঘরের দরজা ভেঙে সাড়ে ছয় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৭২ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

বোতলবুনিয়া গ্রামের আরেক ভুক্তভোগী আবদুল মালেক সিকদার (৪৬) অভিযোগে বলেন, তাঁর বসতঘরের দরজা ভেঙে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল রাতে মাহফিল থেকে মলম পার্টির চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত অনেকে থানায় এসে জিডি করা অব্যাহত রেখেছেন। এ পর্যন্ত ৬২টি জিডি লিপিবদ্ধ হয়েছে

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...

আবারও কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাস

রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক আবারও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ...

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ‘জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি’র ...