চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...
ডেস্ক নিউজ : কুমিল্লার পৃথক স্থান থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ রাজিয়া সুলতানা (২৮) নামে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে জেলার আদর্শ সদর উপজেলার টিক্কাচর ও তেলিকোনা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজিয়া সুলতানা জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আদর্শ সদর উপজেলার টিক্কাচর এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় রাজিয়া নামে এক নারীকে তল্লাশী করে ১৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ওই নারীকে থানায় নেয়ার পর মহিলা কনস্টেবলের মাধ্যমে দেহ তল্লাশী করে বডিফিটিং অবস্থায় ২৪ বোতল ফেনসিডিলসহ আরও ৭৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
পাঠকের মতামত