প্রকাশিত: ২৭/১১/২০১৭ ৮:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক :

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত শীতবস্ত্রের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সোমবার বেলা ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেট্রোল বোমার আঘাতে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বিগত জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর নামে সহিসংতায় বোমার আঘাতে হতাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি। এছাড়াও, বিভিন্ন সময় জঙ্গি হামলায় যারা প্রাণ হারিয়েছেন- তাদের পরিবারের সদস্যদেরও সহায়তার চেক তুলে দেন শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, কেবল শীত পরতে শুরু করেছে ।মিয়ানমার থেকে যারা এসেছে এছাড়া আমাদের সাধারণ নাগরিকদের আমাদের ত্রাণ তহবিল থেকে যতদূর সম্ভব শীত বস্ত্র পাঠানো হবে। আপনারা ব্যাংক থেকে অনেক কিছু করছেন। মানুষের জন্যে সেবা করার এই মনোভাব সব সময় থাকতে হবে।

এরপর, বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন- বিএবি, পোশাক শিল্প মালিকদের সংগঠন- বিজিএমইএ’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া শীতবস্ত্র গ্রহণ করেন শেখ হাসিনা। এ সময়, নিষ্ঠা ও সততার সঙ্গে ব্যাংক পরিচালনার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:: গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ...