প্রকাশিত: ৩০/০৬/২০১৭ ৮:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৩ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও
চকরিয়া উপজেলার খুটাখালীতে প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেল চালকসহ ২ জন গুরুত্বর আহত হয়েছে। ৩০ জুন শুক্রবার দুপুর ২টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তত্তার ব্রীজ নামক এলাকায় ঘটে এ দূর্ঘটনা। এতে আহতরা হলেন বর্ণিত ইউনিয়নের সেগুন বাগিচা গ্রামের অলি আহমদের পুত্র মোটর সাইকেল চালক হেডম্যান ছৈয়দুল হক (৪১) ও একই এলাকার মৃত মনিরুজ্জামানের পুত্র হেডম্যান নুরুল আলম (৫০)। তাদেরকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ দূর্ঘটনাস্থল থেকে কার ও মোটর সাইকেল জব্দ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হেডম্যান ছৈয়দুল হক ঐসময় মোটর সাইকেল চালিয়ে তত্তারব্রীজ নামক এলাকায় পৌছলে চকরিয়ামূখী দ্রুতগামী প্রাইভেট কার এসময় তাদেরকে ধাক্কা দেয়। সাথে সাথে মোটর সাইকেল চালক ও আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে হেডম্যান ছৈয়দুল হকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি রুহুল আমিন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়ি দুটি জব্দ করেছেন বলে জানায়।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...