কক্সবাজারে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন
কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় কথাকাটাকাটির জেরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) ...
নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং তাদের শিক্ষাজীবনের পথচলায় অনুপ্রেরণা জোগাতে কক্সবাজার সরকারি কলেজে কলেজ শাখা শিবির আয়োজন করছে “নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫”। আগামীকাল ১৯ অক্টোবর (রবিবার) সকাল ১০টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদ্য নির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. ইব্রাহীম হোসেন (ইব্রাহীম রনি)।
আয়োজকরা জানান, নবীন শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শিক্ষার সঠিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক পরামর্শ দিতে এই আয়োজন করা হয়েছে। এতে শিক্ষকদের পাশাপাশি প্রাক্তন নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত থাকবেন।
পাঠকের মতামত