উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১০/২০২৫ ৬:০৬ পিএম

কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় কথাকাটাকাটির জেরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সরোয়ার আলম (২৫)। তিনি কক্সবাজার পৌরসভার লাইট হাউজ এলাকার আবুল কালামের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য সরোয়ারের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে সরোয়ারের ফুফাতো ভাই রায়হান উত্তেজিত হয়ে কাচের গ্লাস ভেঙে তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যায় ঘটনাস্থল। গুরুতর আহত অবস্থায় সরোয়ারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে প্রাণহানি ঘটেছে। অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

সরোয়ারের মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে চলছে আহাজারি। কেউই ভাবতে পারছেন না, এক মুহূর্তের ভুল বোঝাবুঝি এমন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এক প্রতিবেশী চোখের পানি মুছে বলেন,সরোয়ার ছিল ভীষণ ভালো ছেলে, কারও সঙ্গে শত্রুতা ছিল না। শুধু একটু কথার ঝগড়ায় রায়হান ওকে শেষ করে দিল।

পাঠকের মতামত

পরিচয় গোপন করে চাকরি: রোহিঙ্গা আজিজের বিরুদ্ধে তদন্ত শুরু

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে পরিচয় গোপন করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ এবং পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং ...

ইউনিসেফের সতর্কবার্তা‘সহায়তা না বাড়লে রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে’

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের শিশুদের সহায়তা কার্যক্রম ভয়াবহ অর্থ সংকটে পড়ছে বলে সতর্ক ...