নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮/১০/২০২৫ ১:৫৮ পিএম , আপডেট: ১৮/১০/২০২৫ ২:০৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র না সরানোর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাধারণ জনগণ।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উখিয়া দক্ষিণ স্টেশন চত্বরের উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে তারা ব্যানার-ফেস্টুন হাতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “ফলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি বহু বছর ধরে আমাদের একমাত্র ভোটদান কেন্দ্র। এটি সরিয়ে নিলে সাধারণ ভোটারদের দুর্ভোগ ও ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি হবে।”

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মানববন্ধন চলাকালীন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত

পরিচয় গোপন করে চাকরি: রোহিঙ্গা আজিজের বিরুদ্ধে তদন্ত শুরু

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে পরিচয় গোপন করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ এবং পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং ...

ইউনিসেফের সতর্কবার্তা‘সহায়তা না বাড়লে রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে’

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের শিশুদের সহায়তা কার্যক্রম ভয়াবহ অর্থ সংকটে পড়ছে বলে সতর্ক ...