
শ্বাসরুদ্ধকর ও নাটকীয় এক লড়াইয়ে সুপার ওভারে ভারতকে পরাজিত করে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল রাইজিং স্টারস বাংলাদেশ দল।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আকবর আলীর নেতৃত্বাধীন দল। শুরুটা ছিল দুর্দান্ত—ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম মাত্র ৪.২ ওভারে স্কোরবোর্ডে যোগ করেন ৪৩ রান।
জিসান ১৪ বলে ২৬ রান করে ফিরলেও এরপর বাংলাদেশ ‘এ’ দল দ্রুত কয়েকটি উইকেট হারায়। তবে সোহান একপ্রান্ত ধরে রেখে দায়িত্বশীল ইনিংস খেলেন। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হন।
এদিন জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনি উল্লেখযোগ্য সঙ্গ দিতে না পারলেও শেষদিকে মেহেরব ও ইয়াসির রাব্বির ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯৪ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ ‘এ’ দল।
এর আগে ২২ বছর পর এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের গোলে জয় খরা কাটিয়েছে বাংলাদেশ। ভারতকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্বে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা।

পাঠকের মতামত