প্রকাশিত: ২৪/০৮/২০১৬ ২:১২ পিএম

images——————–-সালাউদ্দিন সিকদার

হাতটা না হয় বুলিয়ে দিও।

সাগরে-র প্রশান্তি মাখা, নিরা-ময়ের শীতল পাখা
আমার বুকে বুলিয়ে দিও।
জ্বলছি আমি স্বপ্ন ব্যথায়, মাতাল আমি তোমার নেশায়
একটু তোমার ছুঁতে দিও।

তোমার হৃদের হৃদয়খানি ; বেশী নয়–একটুখানি
আমার পরে মেলে দিও।
ঝরে পড়ুক ঝর্ণা তোমার, মহৌষধি মধু তোমার
আমার বুকে ঢেলে দিও।

তৃষ্ণা যদি বাড়েও আমার, তেষ্টা নিয়ে মরবো আবার
তবু—একটু পান করতে দিও।
একটু তোমায় ধরতে দিও, একটু তোমায় দেখতে দিও
একটু ছোঁয়া ছুঁতে দিও।

একটু তোমার কথা দিও, একটু তোমার গাথা দিও
একটু আমায় জীবন দিও।
আমার হৃদয় তোমার মাঝে, তুমি থাকো আমার সাজে
তোমার জিনিস তুমি নিও

হাতটা না হয় বুলিয়ে দিও ; একটু ছোঁয়া ছুঁতে দিও।
————————————————

পাঠকের মতামত

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...

উখিয়া-টেকনাফের রূপকার, উন্নয়নের নায়ক আমার দেখা শাহাজাহান চৌধুরী

উখিয়া-টেকনাফের অবিসংবাদিত নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি বিপ্লবী ও সাহসী বীরযোদ্ধা কক্সবাজার জেলা বিএনপির মান্যবর সভাপতি, ...