প্রকাশিত: ০৩/০৭/২০১৬ ৩:১২ পিএম

বেলাল আজাদ, কক্সবাজার::

উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মনখালী চাকমাপাড়া গ্রামে ২ দোকানে ডাকাতদল হানা দিয়ে আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে ২ জুলাই শনিবার রাত ২টায়। এই ঘটনায় উখিয়া থানায় মামলা প্রস্ততি চলছে।
জানা গেছে, উখিয়া উপজেলা জালিয়াপালং ইউনিয়নের মনখালী চাকমাপাড়া গ্রামের হেডম্যান মইফু চাকমার পুত্র ইমন চাকমা ও অংফু ছিং চাকমার পুত্র বিলো চাকমার দোকানে শনিবার রাত ২টায় ১০/১২ জনের ডাকাতদল দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে উভয় দোকান থেকে নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয় ইউপি মেম্বার মোঃ মুসা ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি এলাকার দু’পক্ষের কোন্দলের অংশ কিনা খতিয়ে দেখা উচিত। তবে জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধূরী এবং ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আরিফুর রহমান ডাকাতির ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। এদিকে সংঘটিত ডাকাতির ঘটনায় ইমন চাকমা বাদী উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...