প্রকাশিত: ০৮/০৬/২০২০ ৭:৫৪ পিএম

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর চিকিৎসায় সাত সদস্যের একটি মেডিক‌্যাল বোর্ড গঠন করা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানি। তার শারিরীক অবস্থা একটু ভালো বলে জানান তিনি।

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজে আল্লামা শফীর চিকিৎসার সাথে সংশ্লিষ্ট একজন চিকিৎসক রাইজিংবিডিকে জানিয়েছেন ১০৩ বছর বয়সী আল্লামা শফী আট ধরনের রোগে ভুগছেন। তার সুচিকিৎসা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সাত সদস্যের একটি মেডিক‌্যাল বোর্ড গঠন করেছে।

হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আল্লামা শফী দীর্ঘদিন ধরে বার্ধ্যকজণিত নানা রোগে ভুগছেন। দুই সপ্তাহ আগে তিনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে মাদ্রাসায় ফেরেন। এর পর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন।

গতকাল রোববার সন্ধ্যার দিকে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি চমেকের আইসিইউ ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

এদিকে আল্লামা শফীর শারিরীক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই গুজব ছড়াচ্ছে।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, আল্লামা শফী চিকিৎসাধীন আছেন এবং ভালো আছেন।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...