ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ৮:১১ পিএম

ট্রেন দেরি করে আসায় চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনচালককে মারধর করেছেন একদল যাত্রী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ট্রেনচালকেরা এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রেখেছেন।

রেলওয়ে সূত্র জানায়, আজ কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে প্রবাল এক্সপ্রেস। এই ট্রেন চট্টগ্রাম স্টেশনে আসার কথা বেলা ২টা ১০ মিনিটে। তবে ট্রেন এসে পৌঁছায় বেলা ৩টা ২৫ মিনিটে। ট্রেনে ঢাকাগামী মহানগর গোধূলির যাত্রী ছিলেন। প্রবাল এক্সপ্রেস ট্রেন দেরিতে আসায় মহানগর গোধূলি ট্রেন ধরতে পারেননি তাঁরা। এতে ক্ষিপ্ত হয়ে প্রবাল এক্সপ্রেসের লোকোমাস্টার (ট্রেনচালক) খোরশেদ আলমকে মারধর করেন কয়েকজন যাত্রী।

চট্টগ্রাম স্টেশনের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার প্রথম আলোকে বলেন, প্রবাল এক্সপ্রেসের কিছু যাত্রী মহানগর গোধূলিতে করে ঢাকায় যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন। কিন্তু প্রবাল এক্সপ্রেস দেরিতে করে আসায় ট্রেনচালক খোরশেদ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে ট্রেনচালকেরা এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখেন। এতে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস সোয়া এক ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে স্টেশন ছাড়ে।

আবু জাফর মজুমদার বলেন, মহানগর গোধূলি নির্ধারিত সময়ে ছেড়েছে। আর প্রবাল এক্সপ্রেস দেরিতে এসেছে। এ জন্য তো নির্ধারিত ট্রেন দেরিতে ছাড়া যাবে না। আর ট্রেন দেরি হয়েছে, এর দায় তো ট্রেনচালকের নয়। কিন্তু কিছু যাত্রী উচ্ছৃঙ্খল আচরণ করেন। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে ট্রেনচালকেরা কর্মবিরতি তুলে নেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সূত্র: প্রথম আলো

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...