
উখিয়া নিউজ ডটকম, রোহিঙ্গা ক্যাম্প থেকে:: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে তিনি ক্যাম্পে পৌঁছেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, কক্সবাজারের জেলা প্রশাসকসহ ৬০ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছেন।
কক্সবাজার থেকে ফিরে এসে ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।
এদিকে, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) বিবৃতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি একে ‘গণহত্যা’ বলেও উল্লেখ করেন।
এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফোন করে তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের আশ্রয়ের ব্যাপারে বাংলাদেশকে সহায়তার অঙ্গীকার করেন।
এছাড়া তিনি মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকেও হুঁশিয়ার করেছেন।
পাঠকের মতামত