ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৭/২০২৫ ৮:০৪ এএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার বাদী ছিলেন গুলশান আনোয়ার প্রধান।

২০২৩ সালের ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হিসেবে তিনি মামলাটি দায়ের করেন এবং পরে চার্জশিটও দাখিল করেন।

বর্তমানে তিনি কক্সবাজারে বদলি হয়েছেন এবং দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

যদিও চলতি বছরের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এক রায়ে মামলাটি বাতিল করে দেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেন।

ওই মামলায় গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিল থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

সূত্র জানায়, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তিনি দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং ইউনিট থেকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...