টেকনাফে মাঠ দিবস উদযাপন
জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র ঝুঁকিতে রয়েছেন কক্সবাজারের টেকনাফের সাবরাং অঞ্চলের মানুষ। বিশেষ করে, মাটি ও ...
জসিম উদ্দিন টিপু ::
কক্সবাজার-টেকনাফ সড়কে দূঘর্টনারোধ এবং শৃংখলা ফেরাতে মাদকাসক্ত চালক সনাক্তের পরীক্ষা শুরু করেছে হাইওয়ে পুলিশ।
২০অক্টোবর (রবিবার) সকাল ১১টা হতে কুমিল্লা হাইওয়ে পুলিশের রিজিয়ন পুলিশ সুপার নজরুল ইসলাম(পিপিএম, বিবিএম)এর নির্দেশে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন আহমদ, এএসআই হারুন অর রশিদ, এটিএসআই আলমগীর হোসেন, শাহেদ, মিশ্র ও মোহাম্মদ রুবেলসহ একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ ড্রাইভারদের মাদক সেবন টেষ্ট শুরু করে। এই টেস্ট অব্যাহত থাকলে মাদকাসক্ত চালক ছাড়াই সড়কে দূঘর্টনা কমার পাশাপাশি কিছুটা শৃংখলা ফেরাতে সক্ষম হবে।
এই ব্যাপারে টেকনাফ সড়কের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন আহমদ জানান, উর্ধ্বতন মহলের নির্দেশনায় সড়কে চালকদের মাদক টেস্ট কার্য্যক্রম শুরু হল। এই কার্য্যক্রম অচিরেই অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পাঠকের মতামত