
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ আগস্ট) রাত ৮টার সময় উখিয়ার কুতুপালং রেজি. ক্যাম্পের দুই নং স্কুলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রহিম উল্লাহ। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা আবদুস সালামের ছেলে।
ক্যাম্প সূত্রে জানা গেছে, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুস সালামের ছেলে রহিম উল্লাহ ও একই ক্যাম্পের বাসিন্দা শহীদুল্লাহ, তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শহীদুল্লাহ সহ বেশ কয়েকজন মিলে রহিমকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে রহিমকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালনাধীন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার দেন কর্তব্যরত চিকিৎসক। রাত ৯টার দিকে মৃত্যুবরণ করেন।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘এ ধরনের ঘটনার কথা শুনেছি। তবে বিস্তারিত ঘটনা এখনো পায়নি।’
পাঠকের মতামত