প্রকাশিত: ২০/০৯/২০১৬ ৯:২০ পিএম

kawkhali-news-pic-max-width-640-max-height-480মোঃ জয়নাল আবেদীন, কাউখালী থেকে::
খাগড়াছড়ির আলুটিলায় পর্যটনের নামে ভূমি বেদখলসহ বিভিন্ন দাবীতে কাউখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও অংগ সংগঠন। মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য রুপন মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হিলইউমে›স ফেডারেশন রাঙ্গামাটি জেলার সভাপতি মন্টি চাকমা, পিসিপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কুনেন্টু চাকমা, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদিশ চাকমা, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধন কুমার চাকমা, ইউপিডিএফ কাউখালী ইউনিট নেতা বাবুল চাকমা প্রমুখ। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কচুখালীতে সমাবেশে মিলিত হয়।

সভায় খাগড়াছড়ির আলু টিলা ও পানছড়ির ঝর্না টিলায় পর্যটনের নামে ভূমি বেদখল বিরুদ্ধে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানানো হয়।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...