প্রকাশিত: ১১/০৮/২০১৬ ১০:১৪ পিএম

FB_IMG_1470922346685নেহলিন তোমার অকাল মৃত্যুতে দু’চোখের অশ্রু যেন থামছেই না। কষ্টের সীমার কাছে আমাদের আত্মার জায়গা অপ্রতুল। আমরা হারিয়েছি আমাদেরই পরিবারের শান্তশিষ্ট এক বোনকে। মনে হল আজ কি যেন হারিয়েছি আমরা এই চিন্তার মাঝে মনের ভাবনা থেকে যা এসে গেল তাই লিখে দিলাম !

আমি সবর দেখেছি কিন্তু IIUC ছাত্রছাত্রীদের মত এত সবর আমি কখনো দেখিনি, ভাইবোন সকলেই যেন এক সীসাঢালা প্রাচীর। বিপদে আমি সাহায্য করতে দেখেছি কিন্তু একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ভাই বোনের মত এত নিঃস্বার্থ সাহায্য আমি আর কোথাও দেখিনি। রক্ত দিতে দেখেছি আমি কিন্তু এভাবে নিজের রক্ত দিয়ে অচেনা অজানা (হউক না সে একই বিশ্ববিদ্যালয়ের) এক বোনকে বাঁচানোর জন্যে রক্ত দিয়ে বাঁচানোর আহাজারি করতে আমি আর কখনো কাউকেই দেখিনি। আমি সম্মান করা দেখেছি কিন্তু IIUC ছাত্রছাত্রীদের পারস্পরিক সম্মানবোধ আমি আর কোথাও দেখিনি। মৃত্যুতে চোখের পানি দেখেছি কিন্তু এক নেহলিনের অকাল মৃত্যুতে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চোখের পানিতে পারস্পরিক এত নির্ভেজাল ভালবাসা আমি আর কোথাও দেখিনি। এসব দেখে নেহলিনকে হারানোর বেদনার চেয়ে দু’চোখের অশ্রু ছেড়ে প্রতি বারেই যেন দোয়া করতে হয়তঃ আমাদের আর কখনো ভুলে যাওয়া হবেনা, দুনিয়ার সব সৌভাগ্য বয়ে আসুক তোমাদের জন্যেই আর আখিরাতে জান্নাতই যেন হয় তোমাদের শেষ ঠিকানা। নেহলিনও যেন শহীদি মর্যাদায় সে জান্নাতের পাখি হয়েই বেড়ায় সে আকুতি মহান রবের সমীপে।

পাঠকের মতামত

মানবতার আলো জ্বলে উঠল কক্সবাজারে- তারুণ্যের অভিযাত্রিক পরিবার

ওমর ফারুক (সংবাদদাতা) কক্সবাজারে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন তারুণ্যের অভিযাত্রিক ...

মানবপাচার মামলার চার্জশীট থেকে বাদ যেতে মরিয়া টেকনাফের সাব্বির আহমদ সবুয়া

টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ার আলোচিত ইয়াবা ডন ও মানবপাচারকারী সাব্বির আহমদ প্রকাশ সবুয়া ...