প্রকাশিত: ১৫/০৮/২০১৬ ৭:৫২ এএম

টেকনাফ প্রতিনিধি::

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার সেনাবাহিনীর কম্বাট ইউনিফর্মসহ ইউ কাই টি প্রকাশ চৌ-তু (৪৫) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানায়, রবিবার (গতকাল) সকাল ১০টায় ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের নায়েক সুবেদার লাল মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহলদল টেকনাফ স্থল বন্দরের চেকপোস্টে মিয়ানমার প্রত্যাগমনকারী ওই নাগরিককে সন্দেহ হলে তল্লাশি করে। এসময় তার কাছ থেকে মিয়ানমার সেনাবাহিনীর কম্বাট ইউনিফর্ম, মিয়ানমার ৮৩৩২ নং একটি বর্ডার পাস, একটি মোবাইল সেট, মিয়ানমার কিয়েট ও বাংলাদেশী টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এদিকে জব্দ করা কম্বাট ইউনিফর্ম ও অন্যান্য মালামালসহ আটক মিয়ানমার নাগরিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে বিজিবি।

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...