প্রকাশিত: ১১/০৭/২০১৬ ৮:১৮ এএম

CBN-PHOTO-SIZE_1-400x225স্টাফ করেসপন্ডেন্ট::

কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটককে যৌন হয়রানীর অভিযোগে মো. আলমগীর নামে এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।রবিবার বিকেলে সৈকতের সুগন্ধা সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটেছে।আটক যুবক পেশায় নোহা চালক। তার বাড়ী চকরিয়ায় । পরে তাকে লঘু শাস্তি দেয়ার পর ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হোসাইন মোঃ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, সৈকতে পর্যটক হয়রানীসহ সব ধরণের অপরাধ রোধে ট্যুরিস্ট পুলিশ প্রস্তুত। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবেনা।এসময় তিনি হয়রানীর শিকার পর্যটকেরা ০১৭৬৯৬৯০৭৩৪ নাম্বারে অভিযোগ দিলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...