প্রকাশিত: ০৭/০৬/২০২০ ১০:১১ পিএম

মহিউদ্দিন মাহী::
কক্সবাজারের একমাত্র করোনাভাইরাস শনাক্তের ল্যাব কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দীর্ঘ হয়েছে করোনার ‘স্যাম্পল’ লাইন। গত দুইদিন এই ল্যাব বন্ধ থাকায় জমা পড়েছে প্রায় ২ হাজারো স্যাম্পল। প্রতিদিন ৯৬ জনের সক্ষমতা সম্পন্ন এই ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে ৩শ’র বেশি।

টানা দুইদিন বন্ধ থাকার পর শনিবার (৬ জুন) এই ল্যাবে ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ওইসব নমুনায় একদিনেই নতুন ভাবে ১০৮ জন শনাক্ত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানান, কক্সবাজার জেলাজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে কোভিড-১৯ করোনাভাইরাস। এই জেলাতেই আক্রান্তের সংখ্যা বেশি। এর মাঝে কন্ট্রাক্ট ট্রেসিং ও উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা বেড়েছে। তার মাঝে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নমুনা আসে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। তাই নমুনার লাইন দীর্ঘ হয়েছে।

বিষয়টি স্বীকার করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।

তিনি জানান, কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি। তার মাঝখানে ল্যাব সমস্যার কারণে টেষ্ট দুইদিন বন্ধ ছিল। এই কারণে নমুনার জমা হয়ে আছে।

তিনি বলেন, এই সময়ে সংক্রমণের সংখ্যা বেশি হওয়াতে রিপোর্ট পেতে একটু বিলম্ব হচ্ছে। এই ল্যাবে সিরিয়াল অনুযায়ী পরীক্ষা করা হয়।

সিভিল সার্জন বলেন, কক্সবাজার জেলার পার্শ্ববর্তী জেলা বান্দরবান, চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া উপজেলার নমুনাও এখানে পরীক্ষা করা হচ্ছে। এটাও সরকারি নির্দেশনা। এখানে আমাদের কোন হাত নেই।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে কোভিড-১৯ সংক্রমণ রোগ করোনাভারাস পরীক্ষা করা হচ্ছে। সুত্র:কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...