প্রকাশিত: ০৩/০৬/২০২০ ৯:৪৬ এএম

বলরাম দাশ অনুপম, কক্সবাজার ::
করোনা নামক মহামারির কালোছায়া যেন পিছু ছাড়ছে না পর্যটন জেলা কক্সবাজারের। প্রতিদিনই এই জেলার প্রতিটি উপজেলায় করোনার প্রার্দুভাব ঘটছে।

সর্বশেষ মঙ্গলবার (২ জুন) কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন সাংবাদিক, দন্ত চিকিৎসকসহ ৬১ জন।

এদের মধ্যে সর্বাধিক সনাক্ত হয়েছে কক্সবাজার সদর উপজেলায়। কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার মোট ২৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে নতুন শনাক্ত হয়েছে ৬২ জন। আর পুরাতন রোগিদের মধ্যে ফের পজিটিভ এসেছে ৩ জনের।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়–য়া মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান-নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৬১ জন কক্সবাজার জেলার বাসিন্দা ও ১ জন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৬ জন, রামু উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৫ জন, চকরিয়া উপজেলায় ৮ জন, টেকনাফ উপজেলায় ২ জন, পেকুয়া উপজেলায় ৬ জন, মহেশখালী উপজেলায় ২ জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন। এছাড়া পুরাতন রোগিদের মধ্যে যে ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে তারা সবাই চকরিয়া উপজেলার।

Interesting For YouMgid

এদিকে নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছেন-সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক ও শহরের নুনিয়ারছড়ার বাসিন্দা আনছার হোসেন, শহরের বৌদ্ধ মন্দির সড়কের ৫৮ বছর বয়সের এক পুরুষ, দক্ষিণ ঘোনার পাড়ার ৩০ বছর বয়সের এক পুরুষ।

এছাড়াও শহরের বাহারছড়া, উত্তর বাহারছড়া, বিজিবি ক্যাম্প, ঘোনারপাড়া ও সদরের ঈদগাঁও এলাকার বাসিন্দা রয়েছে।

পেকুয়া উপজেলায় শনাক্তদের মধ্যে মগনামা ইউনিয়নের পশ্চিমকুল গ্রামের ৩০ বছরের এক পুরুষ, রাজাখালী ইউনিয়নের ঘোনাপাড়ার ৫২ বছরের এক পুরুষ, উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা গ্রামের ১৯ বছরের এক মহিলা, টৈটং ইউনিয়নের উলাদিয়া গ্রামের ৩৫ বছরের এক পুরুষ, একই ইউনিয়নের বড় হাজির পাড়ার ৩১ বছর বয়সের এক পুরুষ ও শীলখালী ইউনিয়নের মুন্সিমুড়া গ্রামের ৩১ বছরের এক পুরুষ।

মহেশখালী উপজেলায় সনাক্তকৃত ব্যক্তিরা হলেন-বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামের ৩৬ বছর বয়সের একজন পুরুষ দন্ত চিকিৎসক ও ছোট মহেশখালী ইউনিয়নের নলবিলা গ্রামের ৩৪ বছর বয়সের এক পুরুষ।

এছাড়া রামুর রাজারকুল পালপাড়া হাফজ পাড়ার ৩০ বছরের এক কাঠ মিস্তিও রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব সূত্রে জানা যায়-মঙ্গলবার (২ জুন) পর্যন্ত মোট ৭ হাজার ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে সনাক্ত হয়েছে ৮৬২ জন, মৃত্যু বরণ করেছেন ১৭ জন আর সুস্থ হয়েছেন ১৬২ জন।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...