প্রকাশিত: ০৮/০৮/২০১৬ ১০:১৫ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও ::
কক্সবাজার সদরের ঈদগাঁওতে সার্ফ ফাউন্ডেশন নামে এনজিও সংস্থার উন্নত চুলা দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বেশ কয়েকদিন ধরে এলাকায় অবস্থান করে সহজ-সরল মানুষের মন ভুলিয়ে উন্নত চুলা, ডাল, চিনি ও বিভিন্ন পণ্য সামগ্রী দেওয়ার নামে জনপ্রতি ৫শ টাকা করে হাতিয়ে নেওয়ার সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ঐ সার্ফ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। পরে উত্তোলনকৃত টাকা ফেরত দিলে তাকে ছেড়ে দেয়। ৮ আগষ্ট সোমবার দুপুর ১২টার সময় ঈদগাঁও ৯নং ওয়ার্ড ভোমরিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ভূক্তভোগী সূত্রে জানা যায়, সার্ফ ফাউন্ডেশন নামের একটি ভূঁইফোড় এনজিও সংস্থা উন্নত চুলা দেওয়ার নামে গত সপ্তাহে এলাকাবাসী নিয়ে একটি উন্নত চুলা কর্মসূচী বিষয়ক অবহিতকরণ অনুষ্ঠানের আয়োজন করে। সেদিন সার্ফ ফাউন্ডেশনের আইজিএস প্রোগ্রাম অফিসার মহি উদ্দীন জনপ্রতি ৫শ টাকা করে সংগ্রহের জন্য স্থানীয় এমইউপি আবদুল হাকিম ও মহিলা মেম্বারের স্বামী জয়নাল আবেদীনকে দায়িত্ব দেয়। তারা ঘটনার দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তার পছন্দনীয় এক ব্যক্তিকে দিয়ে ফরমভূক্ত ২৫০ জনের নেওয়া নামের তালিকা সূত্র ধরে ৯৬ জনের কাছ থেকে ৪৮ হাজার টাকা সংগ্রহ করে। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে কাউকে টাকা না দেওয়ার অনুরোধ জানালে আবেদনকারীরা সেখান থেকে সরে এসে আইসিএস প্রোগ্রাম অফিসারকে অবরুদ্ধ করে রাখে এবং পরে স্থানীয়দের হস্তক্ষেপে ঐ টাকাগুলো ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস সংলগ্ন গোল চত্বর এলাকায় ফেরত দেয়। ভূক্তভোগী আনোয়ারা বেগম, দিলারা বেগম ও জাফর আলম নামের ৩ ব্যক্তি জানান, ওয়ার্ড মেম্বার আবদুল হাকিমের কথা মত সার্ফ এনজিওতে ৫শ টাকা করে দিয়ে উন্নত চুলার আবেদন করেছি। পরে প্রতারিত হওয়ার আশঙ্কায় টাকাগুলো ফেরত নেই। এ প্রসঙ্গে উক্ত আইজিএস প্রোগ্রাম কর্মকর্তা মহিউদ্দীনের সাথে কথা হলে তিনি টাকা ফেরত প্রদানের সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে উক্ত মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি তেলে বেগুনে জ্বলে উঠে ইউনিয়ন পরিষদের সচিবের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। নবনির্বাচিত চেয়ারম্যান ছৈয়দ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ এনজিও সংস্থার ব্যাপারে অবগত নন বলে জানান। উল্লেখ্য, এ সংগঠনটি বেশ কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে প্রতারিত করে বিভিন্ন পণ্য সামগ্রী দেওয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

মানবতার আলো জ্বলে উঠল কক্সবাজারে- তারুণ্যের অভিযাত্রিক পরিবার

ওমর ফারুক (সংবাদদাতা) কক্সবাজারে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন তারুণ্যের অভিযাত্রিক ...

মানবপাচার মামলার চার্জশীট থেকে বাদ যেতে মরিয়া টেকনাফের সাব্বির আহমদ সবুয়া

টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ার আলোচিত ইয়াবা ডন ও মানবপাচারকারী সাব্বির আহমদ প্রকাশ সবুয়া ...