প্রকাশিত: ০৫/০৯/২০১৬ ৭:৪০ এএম , আপডেট: ০৫/০৯/২০১৬ ৭:৪৪ এএম
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও::
দীর্ঘ ৬ মাস পর উদ্ধার হলো চৌফলদন্ডী থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী লিপি আক্তার। ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ কর্তৃক ইসলামপুরের এক বাড়ী থেকে এ ভিকটিমকে উদ্ধার করা হয়। প্রাপ্ত তথ্যে প্রকাশ, চৌফলদন্ডী উত্তর মাইজ পাড়ার মৃত বক্তার আহমদের মেয়ে লিপি আক্তার (১৫) কালু ফকির পাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা গেইট থেকে অপহৃত হয়। সে ঐ মাদ্রাসার ইবতেদায়ী ৫ম শ্রেণির ছাত্রী। মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে উঁৎপেতে থাকা ২/৩ জন দূবর্ৃৃত্ত জোর পূর্বক তাকে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে এ নাবালিকা মেয়েকে অপহরণকারীরা ফেনী, চট্টগ্রামসহ বিভিন্ন অজ্ঞাত স্থানে রাখে। এক পর্যায়ে তার কান্নাকাটি সইতে না পেরে অপহরণকারীরা বাড়ীতে পৌঁছে দেবে বলে ৩ সেপ্টেম্বর মেয়েটিকে ইসলামপুর ইউনিয়নের পাহাড়ী এলাকা জুম নগরে নিয়ে আসে। সেখানে তাকে ফেলে ঐ দূর্বৃত্তরা উধাও হয়ে যায়। এক পর্যায়ে পার্শ্বস্থ গৃহীনি বানু বেগম জঙ্গলের ভেতর চেরাগের আলো দেখতে পেয়ে অন্যান্য লোকদের সহায়তায় ঐ মেয়েটিকে ক্রন্দনরত অবস্থায় উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্র এএসআই মো. ইমাম হোসেন রোববার সন্ধ্যায় ঐ বাড়ী থেকে ভিকটিম লিপি আক্তারকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়ে আসেন। রাতে এ রিপোর্ট লিখার সময় পুলিশ তার কাছ থেকে বিভিন্ন তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। উল্লেখ্য যে, মাদ্রাসা পড়–য়া এ ছাত্রী অপহরণের পরপরই তার বড় ভাই জিয়াউল হক কক্সবাজার মডেল থানায় একটি এজাহার দায়ের করেছিলেন। এজাহারটি মামলারূপে থানা কর্তৃপক্ষ এন্ট্রি করতে রাজী না হওয়ায় পরবর্তীতে তিনি কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। উক্ত মামলায় চৌফলদন্ডী উত্তর মাইজ পাড়ার নুরুল আলমের পুত্র আবদুর রহিম প্রকাশ রহিম মিয়া এবং একই এলাকার মৃত ছালেহ আহমদের পুত্র নুরুল আলমকে আসামী করা হয়। মামলাটি বর্তমানে কক্সবাজার সদর মডেল থানার এসআই মানস সাহার তদন্তাধীন রয়েছে। জানতে চাইলে ঈদগাঁও তদন্ত কেন্দ্র এএসআই মো. ইমাম হোসেন জানান, খবর পেয়ে তিনি রোববার সন্ধ্যায় ইসলামপুর থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেন। ভিকটিম লিপি আক্তার জানায়, অপহরণকারীরা তার কাছ থেকে জোর পূর্বক কাবিন নামায় সই নিয়েছে। –

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক ...