প্রকাশিত: ১৪/১২/২০১৯ ৮:০৫ পিএম

মিয়ানমারের স্ট্রেট কাউন্সিলর অং সান সু চি নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) শুনানি শেষে নিজ দেশে ফিরেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) তিনি নিজ মিয়ানমারের নেপোডিতে জাতীয় বিমানবন্দরে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে দেশটি কেন্দ্রীয় মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত হন।

এছাড়া তাকে সংবর্ধনা জানাতে মিয়ানমারের রাজধানী নেপিডোতে রাস্তায় নেমেছে হাজার হাজার মিয়ানমার নাগরিক। সুচির সমর্থকদের দাবি, হেগে গণহত্যার অভিযোগ থেকে দেশকে রক্ষা করেছেন সুচি।

বিমানবন্দর থেকে বেরিয়ে সুচির কালো গাড়ি ধীরে ধীরে এগুতে থাকলে সংবর্ধনা জানাতে আসা আগত জনতা দেশটির পতাকা নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

সংবর্ধনা দিতে আসা স্থানীয় কৃষক খিন মাং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ‘আমাদের মা সুচি, দেশের পক্ষে আদালতে যান। আসলে অভিযোগটি সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল। তবে তিনি রাষ্ট্রনেতা হিসাবে নিজের দায়িত্বের প্রথম পদক্ষেপ নিয়েছেন।’

এর আগে সংখ্যালঘু রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও সম্প্রদায় ধ্বংসের অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করে। যার শুনানিতে অংশ নিতে হেগে যান সুচি। মিয়ানমারের আইনি দলকে নেতৃত্ব দেন তিনি।

গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানির জন্য ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে ১০ ডিসেম্বর শুনানি করে গাম্বিয়া। আর ১১ ডিসেম্বর শুনানি করে মিয়ানমার। মিয়ানমারের রাখাইনে গণহত্যা, গণধর্ষণ ও জাতিগত নির্মূল অভিযানের সব অভিযোগ অস্বীকার করেন সুচি। শুনানিতে তিনি বলেন, আরাকানে কয়েকশো মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। অভ্যন্তরীণ তদন্ত ও বিচারব্যবস্থা এ নিয়ে কাজ করছে। জাতিগত সংঘাতে নয়, সশস্ত্র গোষ্ঠীর আধিপত্যের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

শুনানির শেষ দিন সুচি মামলাটি তালিকা থেকে সরানোর জন্য অনুরোধ জানায়। এদিকে মিয়ানমারের ওপর অস্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করে গাম্বিয়া। কিন্তু তা বাতিল করে দেয় আইসিজে।বার্তা২৪

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...

রোহিঙ্গাদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল তোলার দাবি যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিলের দাবি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ...

গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় ...