প্রকাশিত: ০৯/০৬/২০২০ ১২:৫২ পিএম

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় এবার হজের পরিসর সীমিত করার পরিকল্পনা করছে সৌদি আরব। সোমবার সে দেশের হজ সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হজ পালনের জন্য প্রত্যেক দেশের যে নির্ধারিত কোটা আছে তার ২০ শতাংশ এবার হজে যেতে পারবেন। সেই হিসেবে প্রতিবারের তুলনায় এবার হজের পরিসর হবে ৫ ভাগের এক ভাগ।

রয়টার্স তাদের নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, করোনা মোকাবিলায় এবার হজ বাতিলের জন্য চাপ দিচ্ছেন কিছু সৌদি কর্মকর্তা। তবে সরকারিভাবে এখন পর্যন্ত ‘প্রতীকী সংখ্যক’ মুসল্লিদের হজের অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। প্রতি বছর যেখানে সাধারণত ২৫ লাখ মুসল্লি হজ পালন করেন, এবার সেখানে মাত্র ৫ লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন।

আগ্রহীদের বাড়তি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। সে পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল অনুমতি মিলবে। তবে বয়স্কদের জন্য এবার হজ পালনের সুযোগ থাকছে না।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, সৌদি আরবে এখন পর্যন্ত এক লাখ পাঁচ হাজার ২৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৪৬ জনের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে গত ৫ জুন হজ ও ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়ার প্রবেশপথ বন্দরনগরী জেদ্দায় নতুন করে লকডাউন ঘোষণা করে সৌদি আরব। লকডাউনের পাশাপাশি বিকাল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও থাকবে। মসজিদগুলোতে নামাজ স্থগিত করা হয়েছে। এছাড়া সব সরকারি ও বেসরকারি কর্মজীবীদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারে জান্তাবিরোধী সশস্ত্র যুদ্ধ থেকে পিছু হটল প্রভাবশালী গোষ্ঠী

মিয়ানমারের জান্তাবিরোধী যুদ্ধে সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ)। গত কয়েক ...

মিয়ানমার সামরিক বাহিনীর নির্বাচন পরিকল্পনায় ভারতের সমর্থন

ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মিয়ানমারের সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ভারত, মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সোমবার ...