প্রকাশিত: ১৭/১০/২০১৯ ৯:৫০ এএম , আপডেট: ১৭/১০/২০১৯ ১২:৩৯ পিএম

রামু প্রতিনিধি::
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন রামুর কৃতিসন্তান মোমিনুর রশিদ আমিন কাজল। এরআগে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১৬ অক্টোবর) মোমিনুর রশিদ আমিন কাজল কে শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) অতিরিক্ত সচিব হিসেবে যোগদানের প্রজ্ঞাপনে জারি করা হয়।

উল্লেখ্য ২০১৮ সালের ২৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা বিশেষ প্রজ্ঞাপনে মোমিনুর রশিদ আমিন কাজল কে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এরআগে তিনি যুগ্ম-সচিব পদমর্যাদায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বান্দরবান জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহি উদ্দিন চৌধুরীর একান্ত সচিব (পিএস), ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সংগে দায়িত্ব পালন করেন।

মোমিনুর রশিদ আমিন কাজল রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের প্রবীণ শিক্ষাবিদ মরহুম জালাল আহমদ চৌধুরীর পুত্র। তিনি জোয়ারিয়ানালা এইচ এম সাচি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, চট্টগ্রাম কলেজ হতে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য। এছাড়াও তিনি কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এর বড় ভাই।

শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় রামুর কৃতিসন্তান মোমিনুর রশিদ আমিন কাজলকে অভিনন্দন জানিয়েছেন, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন সহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারিবৃন্দ।

পাঠকের মতামত

উখিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি-প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি ...

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোরিয়ার ৫০ লাখ ডলার অনুদান

কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫০ লাখ মার্কিন ...

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...