প্রকাশিত: ১৮/১০/২০১৬ ৯:১০ পিএম

uno-lama-photoএম.বশিরুল আলম.লামা
লামা উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন লামা প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু- এর সাথে লামা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা তার কার্যালয়ে আনুষ্ঠানিক সাক্ষাত করেন। এসময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে নেন। সাক্ষাতকালে তিনি, সদাশয় সরকারের উন্নয়ন কাজ ও রুপকল্প বাস্তবায়নে একই সাথে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। একই প্রত্যাশা ব্যাক্ত করে সাংবাদিকরা ইউএনও’কে প্রেসক্লাব ভিজিটের আহবান জানান।

তিনি ২৭ তম ব্যাচে বি.সি.এস ক্যাডার (প্রশাসন) লাভ করেন। খিনওয়ান-নু এর আগে বান্দরবান সদরে প্রায় দেড় বছর সহকারি কমিশনার ভুমি’র দায়িত্ব পালন করেছিলেন। মেধায় মনননে একজন সু-দক্ষ সরকারি প্রশাসনের ক্যাডার অফিসার হিসেবে মিসেস খিনওয়ান-নু-এর প্রসংশা রয়েছে। গত ১৩ অক্টোবর লামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এ কর্মরত ছিলেন। এ কর্মকর্তা লামায় যোগদান করায়, জনপ্রতিনিধি, ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারের সংশ্লিষ্ট উধর্তন কর্তৃপক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়–য়া, প্রতিষ্ঠাতা সভাপতি এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো: তানফিজুর রহমান, কোষাধক্ষ নুরুল করিম আরমান, যুগ্ন সম্পাদক মো: ফরিদ উদ্দিন, নবীর উদ্দিন, এম বশিরুল আলম, মো: সাহাব উদ্দিন ও রফিক সরকার।

পাঠকের মতামত

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...