প্রকাশিত: ১৮/০৯/২০১৯ ৯:০৪ পিএম

চট্টগ্রামের ভারতীয় দূতাবাস এলাকা থেকে রোহিঙ্গা সন্দেহে ১৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যায় খুলশী জাকির হোসেন রোডের ভারতীয় দূতাবাস এলাকা থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য লালদিঘীর পাড় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।

ডিবির পরিদর্শক রুহুল আমিন বলেন, “ভারতীয় দূতাবাসের আশেপাশে অবস্থান করার সময় সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়েছে। তারা রোহিঙ্গা কি না, এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

আটক ১৮ জন কিশোরগঞ্জ, সিলেট, নরসিংদীসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে ১৭ জনের কাছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

পরিদর্শক রুহুল আমিন বলেন, “চট্টগ্রামে কেন তারা এসেছে এবং কীজন্য ভারতীয় দূতাবাস এলাকায় অবস্থান করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

যাচাইয়ের জন্য তাদের পাসপোর্টগুলো সংশ্লিষ্ট থানা ও জাতীয় পরিচয়পত্রগুলো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা রুহুল আমিন বলেন, “আটক ব্যক্তিদের মধ্যে কেউ রোহিঙ্গা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অন্যদের ছেড়ে দেওয়া হবে।”

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে পুলিশের হাতে বাংলাদেশি পাসপোর্টসহ আটক হয় দুই ভাইসহ তিন রোহিঙ্গা যুবক। তারা তুরস্কের ভিসা নিতে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছিল বলে পুলিশ জানায়।বিডিনিউজ

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...