প্রকাশিত: ১৩/০৫/২০২২ ৮:২৯ এএম

রামু প্রেস ক্লাবের কমিটি পূণর্গঠিত হয়েছে। নব গঠিত কমিটিতে নীতিশ বড়ুয়া সভাপতি এবং সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহষ্পতিবার (১২ মে) বিকাল ৪ টায় রামু উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত রামু প্রেস ক্লাবের সভায় এ কমিটি গঠন করা হয়। এরপূর্বে সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে ১৬ জন কর্মরত সংবাদকর্মীকে রামু প্রেস ক্লাবের সাধারণ সদস্যপদ প্রদান করা হয়।
নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এসএম জাফর ও খালেদ হোসেন, টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কার্যকরী সদস্য খালেদ শহীদ, এম আবদুল্লাহ আল মামুন ও জহির উদ্দিন খন্দকার।
রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রামু প্রেসক্লাব কার্যকরী পরিষদ পূণর্গঠন ও সদস্য অর্ন্তভূক্তি সহ ক্লাবের সার্বিক উন্নয়নে আলোচনা সভা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আহমদ ছৈয়দ ফরমান।

সভায় রামু প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- নীতিশ বড়ুয়া, এসএম জাফর, এম আবদুল্লাহ আল মামুন, সোয়েব সাঈদ, খালেদ হোসেন টাপু, হাসান তারেক মুকিম, আল মাহমুদ ভূট্টো, আবুল কাশেম, ওবাইদুল হক নোমান, মো. নাছির উদ্দিন, আবুল কাশেম সাগর, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, আহমদ ছৈয়দ ফরমান, মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, কামাল হোসেন, শওকত ইসলাম, কফিল উদ্দিন, শিপ্ত বড়ুয়া, নুর মোহাম্মদ, এমএইচ আরমান, জহির উদ্দিন খোন্দকার, হামিদুল হক, প্রসূন বড়ুয়া, মো. সাইদুজ্জামান, মো. আবদুল্লাহ প্রমূখ।
সভায় রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, সমৃদ্ধ জনপদ রামুর সাংবাদিকতাকেও সমৃদ্ধ করতে সাংবাদিকদেরও ঐক্যমত প্রয়োজন। মানসম্পন্ন লেখনী দিয়ে দেশ ও জনকল্যাণে রামু সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে গণমতের প্রতিনিধি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...