প্রকাশিত: ২৬/০৬/২০২২ ৯:৪২ পিএম

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসে ভাসানচর যাওয়ার জন্য স্বেচ্ছায় নোয়াখালীর সুধারাম মডেল থানার পুলিশের কাছে ধরা দিয়েছেন রোহিঙ্গা যুবক। ওই যুবকের নাম নুরুল কবির (২৮)। তিনি কুতুপালং রোহিঙ্গা শিবিরের নুরুল ইসলামের ছেলে।

শনিবার (২৫ জুন) রাতে সুধারাম মডেল থানায় স্বেচ্ছায় ধরা দেন তিনি।

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের নির্ধারিত শিবিরের বাইরে যাওয়ার নিয়ম নেই। এর ব্যত্যয় হলে আটক করে তাদের জন্য নতুন আশ্রয়কেন্দ্র ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, রোববার (২৬ জুন) বিকেল ৩টার দিকে তাকে পুলিশ পাহারায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বৃষ্টির ফোটায় পুরো পিচ্ছিল : দুর্ঘটনা ও দীর্ঘ যানজট

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক থেকে ঝরে পড়া মাটির প্রলেপের উপর বৃষ্টি পড়ায় পিচ্ছিল হয়ে গেছে । ...