১টি বাড়ি ও ০.৬ একর জমি’র মালিক জেলা জামায়াত আমির, ব্যাংকে আছে ১৫ লাখ
উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ...

বিনা বিচারে ১০ বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা তিন বন্দির মামলার নথি তলব করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আগামী ৫ মার্চের মধ্যে কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিমকে এসব নথি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে।
সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদের বলেন, ‘চার বন্দির বিষয়ে আমরা তথ্য দিলেও একজনের জেলার নামে ত্রুটি থাকায় তা সংশোধন করতে বলেছেন আদালত।’ কক্সবাজার জেলা কারাগারে বিচার শেষ না হওয়া পৃথক মামলায় চার বন্দির এক দশকের বেশি সময় কারাগারে থাকার তথ্য ২০ ফেব্রুয়ারি আদালতের নজরে আনা হয়।
পাঠকের মতামত