মহেশখালী কক্সবাজার নৌপথে বোট দুর্ঘটনায় নিখোঁজ ২
মহেশখালী কক্সবাজার নৌপথে মহেশখালীগামী একটি গামবোট দুর্ঘটনায় বোট থেকে পড়ে দুই যাত্রী নিখোঁজ হয়েছে বলে ...
জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে সিএনজি চালককে হত্যা করে গাড়ী নিয়ে পলায়নকালে জনতার সহায়তায় ৩যুবককে আটক করেছে উখিয়া থানার পুলিশ। ১০সেপ্টেম্বর দুপুরে উখিয়ার ফলিয়াপাড়া রাস্তার মাথা থেকে ঘাতক ৩জনকে আটক করা হয়। এরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরী এলাকার মনজুর আলমের পুত্র রাসেল(২৫), সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার ছৈয়দ আহমদের পুত্র আব্দুল মালেক(১৮), একই এলাকার গোরা মিয়ার পুত্র আয়াত উল্লাহ(১৮)। এসময় (কক্সবাজার থ-৫১১) সিএনজিটিও উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকারী উখিয়া থানা পুলিশের এ.এস.আই আবুল কাশেম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডে জড়িতদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়দের সহযোগীতায় তাদের আটক করা হয়। আটককৃতদের টেকনাফ থানা পুলিশের কাছে হন্তান্তরের প্রক্রিয়া চলছে।
>> টেকনাফে সিএনজি চালকের পরিত্যক্ত লাশ উদ্ধার
পাঠকের মতামত