ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৫ ৭:৫২ এএম

“ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে” স্লোগানকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারী শনিবার কক্সবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান আগমন উপলক্ষে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন ও রত্নাপালং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পৃথকভাবে মোটরসাইকেল শোভাযাত্রা ও স্বাগত মিছিল করা হয়েছে৷

সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকালে পালংখালী ইউনিয়নে বাজারে মোটরসাইকেল শোভাযাত্রা ও রত্নাপালং ইউনিয়নের কোটবাজারে মাগরিবের পর স্বাগত মিছিল করেন৷

স্বাগত মিছিল ও শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবুল ফজল। এসময় তিনি জানান, আগামী ৮ ফেব্রুয়ারী কেন্দ্রীয় আমীরে জামায়াত কক্সবাজার আসছেন৷ সেখানে লাখ লাখ মানুষ উপস্থিত থাকবেন। তাই উখিয়া উপজেলা থেকে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে৷ আগামী বাংলাদেশ ইসলামি রাষ্ট্র ব্যবস্থায় জামায়াত ইসলামির বিকল্প নেই তাই ৮ ফেব্রুয়ারী জেলা কর্মী সম্মেলনে যোগদান করার অনুরোধ করা হলো৷

উক্ত স্বাগত মিছিল ও শোভাযাত্রায় উখিয়া উপজেলা জামায়াতের আমীর মওলানা আবুল ফজলের নেতৃত্ব উপস্থিত ছিলেন উপজেলা নায়েবি আমীর মওলানা নুরুল হক, সেক্রেটারী মওলানা সুলতান আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাস্টার খাইরুল বশর, অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিশান, হলদিয়াপালং ইউনিয়ন আমীর আবুল হোসেন, রাজাপালং ইউনিয়ন আমীর রুহুল আমিন, রত্নাপালং ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হাসেম, পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা রুমান, পালংখালী ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক ও আলো সাংস্কৃতিক সংসদের উখিয়া উপজেলা পরিচালক আব্দু সাত্তার আজাদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল্লাহ আল জুবায়ের সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের কর্মপরিষদ।

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারী শনিবার কক্সবাজার সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে নয়টায় কর্মী সম্মেলন ও আটটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা৷

পাঠকের মতামত

শিশুর অপুষ্টি রোধ ডব্লিউএফপিকে স্কুল ফিডিং বাড়ানোর আহ্বান

বাংলাদেশে শিশুদের অপুষ্টি সমস্যা মোকাবিলায় ডব্লিউএফপি’র স্কুল ফিডিং কর্মসূচিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র ...

বাঁকখালীতে উচ্ছেদ অভিযান – প্রশাসনকে লক্ষ্য করে হা’ম’লায় পুলিশ সদস্য আহত

কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে প্রশাসনকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ, পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশনা

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের প্রবেশদ্বার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রতিদিন হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক, পর্যটন বাস ...