প্রকাশিত: ০৮/০৯/২০১৬ ৯:৫৬ পিএম

japaরফিক আহমেদ : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপাতি হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাহী কমিটি আরো ৩০ জনের নাম ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার পার্টির ৮ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে এ নাম ঘোষণা করেন তিনি।

বিভিন্ন পদে ৩০ জনের নাম হচ্ছে- ১ জন উপদেষ্টা, ১ জন ভাইস চেয়ারম্যান, ২ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, একজন যুগ্ম বিভাগীয় সম্পাদক, ৯ জন নির্বাহী সদস্য এবং ১৫ জন কেন্দ্রীয় সদস্য রয়েছেন।

এই পর্যায়ে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন, উপদেষ্টা– অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা (মাগুরা), ভাইস চেয়ারম্যান- মেহেরুননেসা খান হেনা (ঢাকা), সাংগঠনিক সম্পাদক- ড. হারুন অর রশীদ (ঝিনাইদহ) এবং অ্যাডভোকেট শাহাজাদী নাহিনা শান্তা (নারায়ণগঞ্জ), যুগ্ম সাংগঠনিক সম্পাদক- হারুন অর রশীদ (খিলগাঁও), যুগ্ম যুব বিষয়ক সম্পাদক- আবু সাঈদ স্বপন (নরসিংদী), নির্বাহী সদস্য- মো. হেলাল উদ্দিন (ময়মনসিংহ), খন্দকার ফজলুল হক (টাঙ্গাইল), এস.এম. রহমান পারভেজ (বরিশাল), এস.এম. ইয়াকুব আলী (ঢাকা), মো. আবুল হোসেন (রাজশাহী), মো. ওসমান আলী চেয়ারম্যান (সিলেট), মো. সাইফুল ইসলাম স্বপন (রাজশাহী), মো. শফিউল ইসলাম শফি (রংপুর), মোছাঃ সফুরা বেগম (রাজশাহী), কেন্দ্রীয় সদস্য- এম. জাকির হোসেইন (প্রবাসী ইউকে), মো. আলতাফ হোসেন (প্রবাসী ইউএসএ), অ্যাডভোকেট হারিস উদ্দিন (প্রবাসী ইউএসএ), ফারুকুল ইসলাম প্রধান ফারুক (প্রবাসী কুয়েত), মো. নজরুল ইসলাম  (নোয়াখালী), মো. শামসুদ্দিন রিন্টু (রাজশাহী), মো. শফিকুল ইসলাম (রাজশাহী), রহিমা আখতার (আসমা সুলতানা) (নেত্রকোণা), মো. হাসানুজ্জামান নাজিম (রংপুর), আলহাজ এইচ.এম. আবছার (কক্সবাজার), মো. বিএমএ. হুমায়ুন কবীর চৌধুরী (নওগাঁ), গোলাম মোস্তফা বাবু মন্ডল (বগুড়া), অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো (কক্সবাজার), নিপা মোহাম্মদ (ঢাকা) এবং মো. মাহমুদুল করিম (কক্সবাজার)।

পাঠকের মতামত

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...