প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সী–ইন পয়েন্টস্থ সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে নির্মাণের অভিযোগে ১৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে। বালিয়াড়ি দখল করে লাখ লাখ টাকার বিনিময়ে এসব দোকান রাতের আঁধারে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে এই অভিযান চলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কয়েকদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সৈকতের সী–ইন পয়েন্টের বালিয়াড়িতে জালাল আহম্মদের নেতৃত্বে একটি চক্র অবৈধভাবে দোকান নির্মাণ করে যাচ্ছে। প্রশাসনের অনুমতি না নিয়ে এসব দোকান নির্মাণ করা হয়েছে। এমন অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ১৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় দখলদার জালাল আহমদকে অনেক খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। অভিযানের সময় তিনি পালিয়ে যান।
জানা গেছে, জালাল আহম্মদ ও মো. ফরিদ নামে দু’ব্যক্তি অবৈধভাবে এসব দোকান নির্মাণ করেছেন। তারা প্রতি দোকানদারের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করে এসব দোকান নির্মাণের কন্ট্রাক্ট নিয়েছেন। এছাড়া প্রতিটি দোকান এক থেকে দেড় লাখ টাকার বিনিময়ে একটি চক্র কিনে নেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের এমন উচ্ছেদে এসব দখলদারদের দখলবাজি ভন্ডুল হয়ে যায়।

পাঠকের মতামত

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...