প্রকাশিত: ১২/০৭/২০২২ ৮:২১ এএম

কক্সবাজার সদর সংরক্ষিত আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য খোরশেদ আরা হক (৮৫) আর নেই। তিনি আজ মঙ্গলবার (১২ জুলাই) মধ্যরাত ১টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

রোববার সকাল থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

তার নাতজামাই ফোরকান আবু সাংবাদিকদের জানান, রোববার সকালে কক্সবাজারের বাসায় তিনি (খোরশেদ আরা হক) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সার্পোটে রাখা হয়।

তিনি জানান, তার নানি শাশুগি নানা রোগে আক্রান্ত ছিলেন।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...