প্রকাশিত: ১০/১০/২০১৬ ৯:৩৭ পিএম , আপডেট: ১০/১০/২০১৬ ১০:০৮ পিএম

saifuddin-faraziতোফায়েল আহমদ, কক্সবাজার :
পূর্ণাঙ্গ রূপ লাভ করলো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।  ১০ অক্টোবর ঘোষণা করা হলো প্রতিষ্ঠানটির বেসরকারি তিন সদস্যের নাম। গতকাল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শ্যামলী নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কউক’র নব-নিয়োগপ্রাপ্ত বেসরকারি সদস্যরা হলেন, প্রকৌশলী বদিউল আলম, ডাক্তার সাইফুদ্দিন ফরাজি এবং অ্যাডভোকেট প্রতিভা দাশ। গতকালই নব-নিয়োগপ্রাপ্ত কউক সদস্যরা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লে.কর্নেল (অব.) ফোরকান আহমদের সঙ্গে দেখা করেন। বিকেলে কউক’র অস্থায়ী কার্যালয়ে স্বাক্ষাতের সময় দীর্ঘক্ষণ আলাপ করেন তাঁরা। আলাপকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে সচল করার ব্যাপারে বিস্তারিত আলাপ হয়।
নব-নিয়োগপ্রাপ্তদের ব্যাপারে দেয়া এক প্রতিক্রিয়ায় কউক চেয়ারম্যান লে. কর্নেল ফোরকান আহমদ বলেন, নব-নিয়োগ প্রাপ্তরা তাঁদের প্রজ্ঞা দিয়ে কউককে সফল প্রতিষ্ঠানে পরিণত করে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন। প্রসঙ্গত গত ১৭ আগষ্ট কক্সবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্টানে গণপুর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নব নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান লেঃ কর্ণেল ফোরকান আহমদকে কউক এর দায়িত্বভার অর্পণ করেন।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...