প্রকাশিত: ১২/১২/২০১৬ ৯:১২ পিএম , আপডেট: ১২/১২/২০১৬ ৯:১৫ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
উখিয়ার ক্রাইম জোন হিসেবে খ্যাত সন্ত্রাসের জনপদ পালংখালীর আঞ্জুমান পাড়া গ্রামে ওয়াকফ এস্টেটের জায়গা জবরদখল ও পাকাধান লুটপাট করতে গিয়ে শতশত রাউন্ড গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে মহিলা সহ ৫ জন আহত হয়েছে। ৩৪ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র সহ ১০ জনকে গ্রেফতার করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ও বিজিবি’র অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়েছে।  (১২ ডিসেম্বর) সোমবার বিকেলে ৫টায় দিকে এ ঘটনাটি ঘটেছে। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা ও থমথম অবস্থা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পালংখালী ইউনিয়নের মরহুম মৌলভী আব্দুল লতিফ আনোয়ার চৌধুরী ওয়াকফ এস্টেটের জমি ও চিংড়িঘের দখল নিয়ে দু’গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিশেষ করে উক্ত ওয়াকফ এস্টেটের মতোয়াল্লি দাবী নিয়ে লতিফ আনোয়ার চৌধুরী প্রকাশ খোকা মিয়া ও সোহেল মোস্তফা চৌধুরী প্রকাশ সোহেল মিয়া মধ্যে তীব্র দ্বন্দ চলে আসলেও সাধারণ গ্রামবাসী, প্রজা ও চাষীদের সমর্থনে খোকা মিয়া এস্টেটের দেখভাল ও পরিচালনা করে আসছে।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন জুয়েল বলেন, গতকাল বিকেলে সোহেল মোস্তফা চৌধুরীর নেতৃত্বে শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী অর্তকিত অবস্থায় আঞ্জুমান পাড়া ওয়াকফ এস্টেটে ডুকে ব্যাপক গুলি বর্ষন করে ও লুটপাট চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাড়াটিয়া ও চিহিৃত অস্ত্রধারীরা মুহু মুহু গুলি বর্ষন করে এলাকা রনক্ষেত্র পরিণত করে। সন্ত্রাসীদের তান্ডব ও গুলির শব্দে নিরহ জনগণ এলাকা ছেড়ে পালাতে থাকে। এসময় ওয়াকফ এস্টেটের অফিস দখল করে নেওয়ার অপচেষ্টা লিপ্ত ছিল সোহেল বাহিনীর অস্ত্রধারীরা। বাঁধা দিতে গিয়ে আহত হয় কেয়ারটেকার আবুল মনজুর প্রকাশ আলী মনজুর (৫৫), অফিস সহকারী শাহারাজ হোসেন (৪৫), সহ ৩/৪জন মহিলা।

স্থানীয় মেম্বার সোলতান আহমদ বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা রাজত্ব কায়েম, প্রকাশ্য গুলিবর্ষন করে তান্ডবলীলা চালিয়ে শতশত মন পাকাধান লুটপাট চলাকালে খবর পেয়ে আঞ্জুমান পাড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অভিযান চালায়। অভিযান কালে সোহেল মোস্তফা চৌধুরী প্রকাশ সোহেল মিয়া (৫৫), শফিকুল ইসলাম প্রকাশ মতিয়া (৪৫), মোরশেদ (৩০), আবু বক্কর (২৭), সাদ্দাম হোসেন (২৮), আক্তার (৩২) সহ ১০ জনকে গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল থেকে ৩টি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে উখিয়া থানার ওসি জানান। অপরএকটি সূত্রে জানিয়েছে সোহেল মিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রামবাসীরা জানান, প্রায় ৯৫০ একর বিশিষ্ট ওয়াকফ এস্টেটের জমিতে চাষাবাদকৃত পাকাধান লুট করার জন্য সশন্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটাতে ব্যাপক গুলাগুলি ঘটনায় এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি মারাত্বক অবনতি দেখা দিয়েছে।

ওয়াকফ এস্টেটের মোতায়াল্লি লতিফ আনোয়ার চৌধুরী প্রকাশ খোকা মিয়া বলেন, ১০/১২ দিন ধরে কক্সবাজারের কিছু চিহিৃত সন্ত্রাসী ক্যাডার নিয়ে আমার ওয়াকফ এস্টেটে হামলা চালিয়ে আমাকে হত্যা করার পরিকল্পনা করছিল। আমি বিষয়টি টের পেয়ে গত শুক্রবার উখিয়া থানার ওসি কে অবহিত করে ওয়াকফ এস্টেট থেকে কৌশলে চট্টগ্রামে চলে আসছি। ইতি মধ্যে সোহেল মোস্তফা চৌধুরী স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতাকে ম্যানেজ করে ও প্রশাসনের কর্মকর্তার সাথে আতাঁত করে আমার অংশীদারিত্ব ওয়াকফ এস্টেটটি দখল করতে গতকাল ন্যাক্কারজনক ভাবে অস্ত্রধারীরা সশন্ত্র হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, আমি এ ব্যাপারে হাইকোর্টে সোহেল মোস্তফা চৌধুরীর মোতায়াল্লির বৈধতা চ্যালেঞ্জ করে রিটপিটিশন মামলা ও একই সাথে ১৬৪ ধারা চেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বরাবরে আবেদন করা হয়।

এ প্রসঙ্গে সোহেল মোস্তফা চৌধুরী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, উক্ত ওয়াকফ এস্টেটের বৈধ মোতায়াল্লি তিনি। বর্তমানে এলাকায় মারাত্বক আইনশৃংখলা পরিস্থিতি অবনতি দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা টহল জোরদার করা হয়েছে।

পাঠকের মতামত

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...