প্রকাশিত: ১৪/০৬/২০১৬ ৯:৪৭ পিএম

fire~1এস. এম. তারেক::

কক্সবাজার সদরের ঈদগাঁও’র বঙ্খিম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা অনুমান সোয়া ৭ টা’র দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মরহুম আনু মিয়া সিকদারের মালিকানাধীন একটি তেল গ্যাসের দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ছুরত আলম, আাবদুর রহমান ও উলা মিয়া জানান, ঘটনার এক’দু মিনিট পূর্বে বিদ্যুত চলে যাওয়ার পর ওই প্রতিষ্টানের কর্মচারী এবং আপন সহোদর গিয়াস ও জসিম মোমবাতি জ্বালানোর চেষ্টাকালে আগুনের সূত্রপাত বলে দাবী করেন। এসময় আগুনের লেলিহান শিখা প্রায় ৪০ ফুট পর্যন্ত উপরে উঠে। গ্যাস সিলিন্ডার এবং অকটেন ও প্রেট্রোলের ড্রামগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। অগ্নিকান্ড চলাকালে পথচারী ও স্থানীয়রা প্রানভয়ে দ্বিগবিদিক ছুটতে থাকে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে দোকানটিতে অগ্নিনির্বাপনের কোন ব্যবস্থা ছিলনা বলে নিশ্চিত হওয়া গেছে। এরিপোর্ট লিখা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চলছিল। অবশ্য কক্সবাজার ও চকোরিয়া থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন প্রায় নিয়ন্ত্রনে চলে আসে। নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, দোকানটিতে অগ্নিনির্বাপন যন্ত্র না থাকার পাশাপাশি বৈধ লাইসেন্সও ছিলনা। ঘটনার সময় অল্পের জন্য পার্শ্ববর্তী অন্যান্য দোকানগুলো রক্ষা পায়।

পাঠকের মতামত

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...